নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রাইম ব্যাংক সম্প্রতি অনন্ত কোম্পানি লিমিটেডের গার্মেন্টসকর্মীদের ডিজিটাল পদ্ধতিতে ঋণ সেবা প্রদানে কোম্পানিটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে অনন্ত কোম্পানির গার্মেন্টসকর্মীরা প্রাইম ব্যাংকের ডিজিটাল ন্যানো লোন প্লাটফর্ম “প্রাইমঅগ্রিম” অ্যাপের মাধ্যমে মাত্র ৪ মিনিটে লোন পাবেন। এছাড়াও সেবাটি ব্যাংকিং সময় নির্বিশেষে ২৪ী৭ পাওয়া যাবে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ এবং অনন্ত কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং অনন্ত কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এম সাজেদুল করিম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ বলেন ” অনন্ত কোম্পানি লিমিটেড এর সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। ডিজিটাল উদ্ভাবনে অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে, আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করার জন্য অব্যাহতভাবে নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি নির্ভর সলিউশন চালু করা এবং ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক পরিষেবায় অন্তর্ভুক্ত করা আমাদের অন্যতম লক্ষ্য। এই ধরনের পার্টনারশিপ ডিজিটাল ব্যাংকিংয়ে আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”