300X70
বুধবার , ২ সেপ্টেম্বর ২০২০ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রাণঘাতি করোনায় অন্ধকার দেখছে ভারত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২, ২০২০ ১:৩৩ অপরাহ্ণ

প্রাণহানি বেড়ে ৬৬ হাজার, সুস্থ ২৯ লাখ
বাহিরের দেশ ডেস্ক:
প্রাণঘাতি করোনায় অন্ধকার দেখছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। যেখানে ভাইরাসটির তাণ্ডবে প্রতিদিনই প্রায় হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন। গত একদিনেও এর ব্যত্যয় ঘটেনি। অপরদিকে, ঊর্ধ্বমুখী নমুনায় পরীক্ষায় গড়ে পৌনে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। যা যে কোন দেশের তুলনায় সর্বোচ্চ। তবে, মোটি আক্রান্তদের মধ্যে ২৯ লাখ রোগীই সুস্থতা লাভ করেছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই চার রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ)।

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৪৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৬৬ হাজার ৩৩৩ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৩ লাখ ৩৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ১২ হাজারের অধিক।

দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। আর প্রাণহানিতে চতুর্থ।

এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯০৩ জন মানুষের।

আক্রান্তের তামিলনাড়ুকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ। যেখানে করোনার শিকার ৪ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। তবে, প্রাণহানি কিছুটা কম এখানে। যার সংখ্যা ৪ হাজার ৫৩ জন মানুষের

তিনে থাকা তামিলনাড়ুতে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার ছুঁতে চলেছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ সাড়ে ৩৪ হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে।

দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৪ হাজার ৪৬২ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৭৭ হাজারের বেশি। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট।

সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৬২ হাজার ২৬ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২৯ লাখ ২ হাজারের কাছাকাছি। যা ভারত সরকারকে স্বস্তি দিচ্ছে। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ লাখ ১ হাজারের বেশি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

একদিনে করোনায় ঝড়লো আরও ৩৭ প্রাণ, নতুন শনাক্ত ১৭৯৯ জন

দক্ষিণ এশিয়ায় এক লাখ তরুণকে ডিজিটাল ক্ষেত্রে দক্ষ করে তুলবে হুয়াওয়ে

কুমিরকে বিয়ে করলেন মেয়র!

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিল এর দাম জানাল নির্মাতা প্রতিষ্ঠান

মাস্ক না পড়ায় ২০ ব্যক্তিকে জরিমানা 

করােনা আক্রান্তের হার ১০ শতাংশের নিচে নামলেই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

ভারতের ১২টি বিশ্ববিদ্যালয় নিয়ে ইন্ডিয়া এডেুকেশন ফেয়ার

গোবিন্দগঞ্জে মেডিকেল বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

ব্রেকিং নিউজ :