সংবাদদাতা, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে গিয়ে একটি কাঠবোঝাই ইঞ্জিনচালিত ভ্যানচাপায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। তার নাম হাবিবুর রহমান (৫০)।
আজ বুধবার ভোরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান উপজেলার আগরদাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তার বাড়ি একই এলাকায়।
সদর থানার ওসি গোলাম কবীর জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরেও হাবিবুর রহমান প্রাতঃভ্রমণে বের হন। সাতক্ষীরা-যশোর মহাসড়কের শিশু হাসপাতালের সামনে গেলে সাতক্ষীরাগামী একটি কাঠবোঝাই ইঞ্জিনচালিত ভ্যানটি তাকে চাপা দেয়।
হাবিবুর রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।