৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করার জন্য অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম, এফসিএমএ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম হতে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করার জন্য স্বাক্ষরিত এই অংশগ্রহণ চুক্তিনামায় উপস্থিত ছিলেন।