নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের অধিকতর আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রয়াসে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুর বোর্ড বাজার শাখা এখন আরো বর্ধিত কলেবরে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। মনসুর প্লাজা-২য় তলা, হোল্ডিং নং ২০০২/৬, কালামেশর, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, বোর্ড বাজার বাস স্ট্যান্ড, গাজীপুর, আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত বোর্ড বাজার শাখা’র কার্যক্রম উদ্বোধন করা হয়।
রোববার (১৩ জুন) প্রিমিয়ার ব্যাংক প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) জনাব ছামি করিম প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় স্থানান্তরিত বোর্ড বাজার শাখা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসভিপি, হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড পিআর মোঃ তারেক উদ্দিন; এসএভিপি, হেড অব বোর্ড বাজার ব্রাঞ্চ, জনাব মোঃ নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই শাখা হতে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহ প্রদান করা হবে।