নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অফিস অব দ্যা স্টুডেন্টস এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস ও জব সিকার্স ক্লাবের যৌথ উদ্যোগে “Meet the Living Legend: Vashkar Bhattacharjee” শীর্ষক সেমিনার মঙ্গলবার (২৪ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। সেমিনারে মূল বক্তা হিসেবে ইউনেস্কো পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের (a2i) প্রোগ্রামে অ্যাক্সেসিবিলিটির জাতীয় পরামর্শক জনাব ভাস্কর ভট্টাচার্য তার অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি, এবং তার কর্মজীবন জুড়ে শেখা পাঠগুলি শেয়ার করেন এবং প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও জ্ঞান এবং অনুপ্রেরণা অর্জন করে।
তিনি তার ব্যক্তিগত গল্প শেয়ার করেন, সেইসাথে কীভাবে জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে পিছনে ঠেলে আপনার ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে সে সম্পর্কে ব্যবহারিক পরামর্শ দেন। জনাব ভাস্কর ভট্টাচার্য, একজন দৃষ্টি-প্রতিবন্ধী বাংলাদেশী নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কো/আমির জাবের আল আহমদ আল জাবের আল সাবাহ পুরস্কারে ভূষিত হয়েছেন।
উল্লেখ্য যে, অফিস অব দ্যা স্টুডেন্টস এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মোহাম্মদ মঞ্জুরুল হক খানের স্বাগত বক্তব্যের পর জনাব ভাস্কর ভট্টাচার্য “Meet the Living Legend: Vashkar Bhattacharjee” বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এমএস হক, রেজিস্ট্রার মো: রুহুল আমিন, এডমিশন এন্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মো: আব্দুল গাফফার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।