ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি: মনোরম পরিবেশে সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে শতভাগ আস্থা ও বিশ্বাসের সাথে গ্রাহকদের সেবা প্রদানের লক্ষনিয়ে পরিচালিত সর্বদাই শরীয়াহ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের গোয়ালভাওর বাজারে ব্যাংকটির আউটলেট শাখার উদ্বোধন করেন অতিথিরা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র হাজীগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার কাজী মো. ইলিয়াছ হোসেন’র সভাপতিত্বে ও ফরিদগঞ্জ গোয়ালভাওর বাজার শাখার ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ হোসেন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১০ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ। এসময় অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অত্র ব্যাংক ও দেশ জাতীর সার্বিক সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন গোয়ালভাওর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. ওলিউল্লাহ।