বাঙলা প্রতিদিন ডেস্ক : ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সামনে ফরিদপুর পৌরসভা কর্তৃক সম্প্রতি দু’টি বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে। বাউবি’র আঞ্চলিক পরিচালক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন-এর আবেদনের প্রেক্ষিতে ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এই বাতি স্থাপনের ব্যবস্থা করেন।
বাউবি’র ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সামনে ফরিদপুর পৌরসভা কর্তৃক স্থাপিত বৈদ্যুতিক বাতি । এখানে বাতি স্থাপনের ফলে শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরিজীবী, এলাকাবাসী ও পথচারীগণ সন্ধ্যার পরে আলোক উজ্জ্ব পরিবেশে নির্ভয়ে যাতায়াত করতে পারছেন।
সন্ধ্যার পর বাতি দু’টির আলোক বর্তিকা বিচ্ছুরিত হওয়ায় রাস্তা থেকে বাউবি’র ক্যাম্পাস আলোকময় হয়ে উঠেছে। ফলে রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষ ও পরিবহনের যাত্রীগণের কাছে সন্ধ্যার পরও সহজেই এখন বাউবি’র ফরিদপুর আঞ্চলিক
কেন্দ্রের ক্যাম্পাস দৃশ্যমান হচ্ছে।