নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
সুদক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নব নিযুক্ত প্রবেশনারী অফিসারদের ৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ উক্ত প্রশিক্ষণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যতœবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. কে. এম. আমজাদ হুসাইন, অনুষদ সদস্য জনাব আবুল কালাম মজিবুর রহমান ও জনাব শহীদ মুজতবা জামাল উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ২৭জন প্রবেশনারী অফিসার অংশ গ্রহণ করছেন।