ক্রীড়া ডেস্কঃ হাতছানি ছিল অন্তত আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার। কিন্তু মাঠের চেয়ে এখন বেশি টানে বাড়ি, ফুটবল নিয়ে কারিকুরির চেয়ে বেশি আবেদন সদ্যোজাত কন্যার। সব মিলিয়ে দিয়েগো গদিন সাড়া দিলেন হৃদয়ের ডাকেই। দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ‘উরুগুয়ের যোদ্ধা’ নামে পরিচিত ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।
পরশু শেষ ম্যাচ তিনি খেললেন আর্জেন্টাইন ক্লাব ভেলেস সার্সফিল্ডের হয়ে। হুরাকানের কাছে ১-০ গোলে হারের পর অবসরের ঘোষণা দিলেন গোদিন, ‘এভাবেই অবসর নিতে চেয়েছিলাম।
২০১০ সালে ডিয়েগো গোদিন যোগ দিয়েছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদে। রিয়াল ও বার্সেলোনার দ্যুতিতে ঢাকা পড়া অ্যাতলেতিকোয় নতুন জোয়ার এর পর থেকেই। তিনি যেমন ছিলেন রক্ষণের দেয়াল, তেমনি আদর্শ অধিনায়কও। তাঁকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজিয়েছিলেন কোচ ডিয়েগো সিমিওনে।
সাফল্যও মেলে তাতে। উরুগুয়ের ‘যোদ্ধা’ খ্যাত গোদিনের নেতৃত্বে দুটি ইউরোপা, তিনটি উয়েফা সুপার কাপ, একটি লা লিগা জেতার পাশাপাশি দুইবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলে অ্যাতলেতিকো। এই সময়ে লুই সুয়ারেস, এদিনসন কাভানিদের নিয়ে গোদিনদের সোনালি প্রজন্মের উরুগুয়ে জিতেছে ২০১১ কোপা আমেরিকা। বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ২০১০ সালে আর ২০১৮ সালে পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে।
সুস্থ থেকে বিদায় বলতে চেয়েছি ফুটবলকে। অনেকে বিস্মিত হতে পারে, তবে কথাটা ভাবছিলাম বেশ কিছুদিন ধরে।’
কিছুদিন আগে মেয়ের বাবা হয়েছেন গোদিন। মেয়ের মিষ্টিমুখ না দেখে বিদেশবিভুঁইয়ে থাকতে ভালো লাগছিল না আর। তাই ২০ বছরের ক্যারিয়ারের ইতি টেনে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান এখন থেকে, ‘দুটি ব্যাপার নিয়ে ভাবছি।
একটা হলো আমার পরিবার থাকে উরুগুয়েতে, আরেকটা আমি বাবা হয়েছি সম্প্রতি। এখন বিশ্রাম নিতে চাই আর জীবনের অন্য দিকগুলো উপভোগ করতে চাই।’
২০০৩ সালে উরুগুয়ের ক্লাব সেরোর হয়ে ক্যারিয়ার শুরু করা গোদিন ইউরোপে খেলেছেন ভিয়ারিয়াল, অ্যাতলেতিকো আর ইন্টার মিলানে। সেরা সময়টা কাটিয়েছেন ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত অ্যাতলেতিকোয়। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ৬২৭ ম্যাচ খেলে গোল করেছেন ৩৮টি আর ট্রফি জিতেছেন ১০টি। উরুগুয়ের জার্সিতে গোদিন খেলেছেন রেকর্ড ১৬১ ম্যাচ।