অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিকাশ অ্যাকাউন্ট থাকা ফুডপ্যান্ডা গ্রাহকদের জন্য ‘বিকাশ ফেস্ট’ শীর্ষক ক্যাম্পেইন নিয়ে এসেছে ফুডপ্যান্ডা ও বিকাশ। মার্চ মাসজুড়ে চলা এ ক্যাম্পেইনের অধীনে নির্ধারিত রেস্টুরেন্টে বিশেষ ছাড়সহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন ফুডপ্যান্ডা গ্রাহকরা।
পাশাপাশি এ ক্যাম্পেইনের আওতায় ১শ’ জন শীর্ষ ক্রেতা ১ হাজার টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। ফুডপ্যান্ডা অ্যাপের বিকাশ ফেস্ট ক্যারাউজাল থেকে ন্যূনতম ৫শ’ টাকার অর্ডার করলেই গ্রাহকরা এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।। বিকাশ পেমেন্টের মাধ্যমে ব্যবহারকারীরা আরও লুফে নিতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার।
সবচেয়ে বেশি টাকার ও বেশি বার অর্ডার করা গ্রাহকদের মধ্য থেকে ১শ’ জন পাবেন ১ হাজার টাকার ক্যাশব্যাক। বিজয়ী ঘোষণার সাত কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাকটি তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।