অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ফুডশালা ও ইচ্ছাশৈলী নারী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ১৫-১৭ ডিসেম্বর রাজধানীর মিরপুর-১৫ তে রুপসী প্রো এ্যাকটিভ ভিলেজ কনভেনশন হলে বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় দেশী ও বিদেশী পণ্য এবং মুখরোচক খাবারের সমারোহ ছিল। নারী উদ্যোক্তাদের কে উদ্ভুদ্ধ করা এবং তাদের তৈরী পন্যের প্রচার ও প্রসারই ছিল মেলা আযোজকদের মুল উদ্দেশ্য। মেলায় অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বিষয় ছিল,” বিজয় বাংলাদেশ”।মেলা উদ্বোধন করেন, নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের উৎসাহ দিতে দিতে পাশে ছিলেন গোলাম সারোয়ার মানিক চেয়ারম্যান, প্রযুক্তি ও প্রজন্ম ফাইন্ডেশন, সমাপনী দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অভিনেতা ও উদ্যোক্তা অন্তু করিম।
উদ্যোক্তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ইক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান, ইচ্ছাশৈলী নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা হুমায়রা, ফুডশালার কর্নধার সাহারা সুলতানা।
আয়োজকরা বলেন, নারীর ক্ষমতায়ন এবং নারীর অর্থনৈতিক মুক্তির জন্য ইচ্ছাশৈলী নারী ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে কাজ করে আসচ্ছে। মেলায় অংশগ্রহণ কারীরা বলেন বেশী বেশী এধরনের মেলার আয়োজন করলে নারী উদ্যোক্তা এবং ছোট ব্যবসায়ীরা অধিক লাভবান হবে।মেলায় প্রচুর লোক সমাগম হয়।