প্রতিনিধি, ফুলতলা : খুলনা জেলার ফুলতলা উপজেলার ৩নং জামিরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলামকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের কল্যাণে আমরা’ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল জামিরা ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত এ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সদস্যরা।
এ সময় চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, এলাকার যুবকরা এখন সকল প্রকার অপরাধ থেকে দূরে সরে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করছে। এটা নি:সন্দেহে প্রশংসার দাবিদার। তাই স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের কল্যাণে আমরা’ এর সংগঠনের সার্বিক সাহায্য-সহযোগিতা করার জন্য আমার দফতর সবসময় উন্মুক্ত। তারা সব ভালো কাজের পাশে আমাকে অবশ্যই পাবে।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরমান হাসান, সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন, আরিফুল ইসলাম, রাসেল,সাজ, আরিফ উপস্থিত ছিলেন।