300X70
শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বইমেলায় আসছে “আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে”

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : অমর একুশে বইমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে তরুণ কবি মালেক মুস্তাকিমের নতুন কবিতার বই “আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে”।

বইটি মেলায় এনেছে খ্যাতিমান প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ। আগামীকাল বিকাল ৫ টায় বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ।

মালেক মুস্তাকিম এসময়ের একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল কবি। সময়ের অন্যান্য তরুণ কবিদের চেয়ে তার কবিতার ভাষা ও শরীর পৃথক। এই সাতন্ত্র‍্য খুব সহজেই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। তার কবিতার শরীর ভরা সুবাসিত শব্দের ভ্রুণ, ভাবনা ও ভাষার বিদ্রুপে আমাদের চারপাশে ঘিরে থাকা নিঃসঙ্গতা, বহুগামিতা, প্রতিদিনের কথোপকথন।

তার কলমে ঘুরেফিরে উঠে আসে অনুচ্চারিত ধোঁয়ায় আচ্ছন্ন আমাদের যুগল জীবনের অন্ধতা; প্রেম আসে টুপটাপ বৃষ্টির ছাঁট হয়ে, কান পাতলেই শোনা যায় ফুল ও পাথরের গোঙরানি, পাওয়া এবং না-পাওয়ার মাঝখান দিয়ে হেঁটে চলা সময়ের কার্তুজ। তার কবিতার পরতে পরতে কুয়াশার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে জীবনের নানাবিধ জটিলতায় গুঞ্জরিত অভিমানের ধূপ ও আগরবাতির প্রোজ্জ্বল আক্ষেপ ও উৎকণ্ঠা-

১.
আমি তো পথের ধূলো, ধূলো নয় হয়তো, হয়তো ধূলির ছায়া,
ধোঁয়ার আস্তর, উপরে ঊঠতে উঠতে ফুরিয়ে যাওয়া মেঘমল্লার,
হয়তো তোমাকে ছুঁয়ে থাকা জানালার মুখপঞ্জি, অন্ধ আয়না।

২.
তোমার শরীরে বুঁদ হয়ে পড়ে থাকি, দেখি-
পারষ্পারিক চন্দ্রবিন্দুর যৌথ শিশিরে মদ আর মাংসের
রেস্তোরাঁ।

৩.
একদিন জীবনের লিকারে চুমু দেব, জীবন
আমারে কিছুই দেয় নাই বলে ফুতকারে উড়িয়ে
দেব কুড়িয়ে পাওয়া অর্ঘ ও উচ্ছিষ্ট।
মালেক মুস্তাকিমের কবিতা পড়তে পড়তে মনে হতে পারে কানের কাছে ফিসফিস করে কে যেন বলে যাচ্ছে বহু বছরের জমানো, না বলা কথা; মনে হতে পারে আপনি বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার নখ থেকে তুমুল বৃষ্টি, আপনি ভিজে ভিজে শুকিয়ে যাচ্ছেন, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আপনি শুনছেন কিন্তু শুনতে পাচ্ছেন না। মুহুর্মুহু কী এক মগ্নতা!

১.
আমাকে কেটে ভাগ করে দেই
সম্ভ্রমের বিপরীত বৃন্তে, আমাকে জোড়া লাগাই
তোমার মঞ্জুরিত কল্লোলে, ঘুর্নিত ফেনায়।
কী এক খেলায় মেতেছি আমরা- না প্রেম, না ঘৃনা, না শুশ্রুষা।

২.
কল্পনায় যে এসেছিল পরিপূর্ণ, তাকে চাই মুষ্ঠিভরে, মৃত্যুর সমান।
এমন অসংখ্য মনমাতানো, মনোমুগ্ধকর পংক্তি নিয়ে অমর একুশে বইমেলা ২০২২ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তরুন কবি মালেক মুস্তাকিম’র কাব্যগ্রন্থ ” আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে”। উল্লেখ্য, মালেক মুস্তাকিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র।

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের মেধাবী ও চৌকস এ কর্মকর্তা বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত । এখন পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬। এছাড়া, অমর একুশে বইমেলা ২০২১ এ প্রকাশিত কাব্যগ্রন্থ “একান্ত পাপগুচ্ছ” পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশের প্যাভিলিয়নে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

যা করবেন শরীরে আয়রনের অভাব মেটাতে

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় এগিয়ে এলো ইমো

দুদকের মামলায় সাহেদ-আজাদসহ ৬ জনের বিচার শুরু

গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

অ্যান্টিমাইক্রোবিয়ালের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সুনীল অর্থনীতি বাস্তবায়নে ব্যাপক কার্যক্রম শুরু করেছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

জাতীয় পার্টি চেয়ারম্যান করোনা পজেটিভ, ভালো আছেন

রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

এখন ইভ্যালিতে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন অড্রা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭৪

ব্রেকিং নিউজ :