সংবাদদাতা, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে বাসের পেছনের অংশ পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী। তিনি বলেন, নিহত চারজনের মধ্যে তিন পুরুষ ও এক নারী রয়েছেন। তবে এদের বিস্তারিত পরিচয় এখনো পওয়া যায়নি। আহত দু’জনকে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি বলেন, গাইবান্ধা থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়ায় অটোরিকশাকে চাপা দেয় বাসটি।