নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মজিবর রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং সচিব খাজা মিয়া।
মঙ্গলবার বিকেলে বগুড়ার একটি হাসপাতালে ৫৬ বছর বয়সী বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের এই সদস্যের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তারা প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মো. মজিবর রহমান স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব তাদের শোকবার্তায় অকাল প্রয়াত মজিবর রহমানের দুই যুগেরও বেশি সময়ের নিবেদিতপ্রাণ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানান।