শেখ রাজীব হাসান, টঙ্গী : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীন বাংলাদেশের সপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৫৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ বাবলুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর আউচপাড়া নিউ ব্লোন স্কুল মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা তাতীলীগের সহ সভাপতি মতিউর রহমান মতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ টি হক গ্রুপের কর্ণধার ও মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজি হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান মানিক, ফারুক সিকদার, খলিলুর রহমান, মোঃ এনামুল হক এলেম, ডাঃ নয়ন পাটোয়ারী, খাইরুল হাসান খান বাবু প্রমূখ। এসময় তিন শতাধিক দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।