নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড দিনব্যাপি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখভাগে স্বেচ্ছায় রক্তদান কমসূচির শূভ উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান র্ভাচুয়ালি সম্পৃক্ত থেকে বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারসহ সম্মানিত রক্তদাতাগণ এবং ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।