নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মোড়ে মোড়ে ও অলিগলিতে দুস্থ-অসহায় ও ছিন্নমূল মানুষদের খাওয়ানোর আয়োজন করেছে থানা-ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার ভোরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ব্যাংক পাড়া দিলকুশা,সেগুনবাগিচা,ধলপুর ও ঢাকা -৫ নির্বাচনী এলাকা, লালবাগ,উত্তরা,মোহাম্মদপুর,খিলক্ষেত,ধানমন্ডি,বনানীসহ বিভিন্ন এলাকায় এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
এদিন রাজধানীর
শাহবাগ জাদুঘরের সামনে সহস্রাধিক দুঃস্থকে খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০ নং ওয়ার্ড কাউন্সিল ফরিদউদ্দিন রতন ২ হাজার মানুষের মাঝে কাঙ্গালি ভোজের আয়োজন করেছেন। ঢাকা -৫ নির্বাচনী এলাকার ২৮ টি স্থানে দলীয় নেতা-কর্মী ও অসহায় গরীব-দুঃখী মানুষের মাঝে খাবার বিতরনের আয়োজন করেছেন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৯৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পথচারী ও গরীবদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছেন মনোয়ার হোসেন সোহেল। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উদ্বোধন করবেন। রাজধানীর শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোশাররফ হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের স্বরনে দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি ২ হাজার ৫ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছেন। এ জন্য রাতভর জেগে থেকে রান্নার কাজে সহযোগিতা ও করেন তিনি। এদিন সকাল থেকে দিনভর ৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতি নিমমভাবে নিহত সকল শহীদদের স্বরনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিল মাহমুদুল হাসান পলিন। এছাড়াও তিনি রানী মহল সিনেমা হল অডিটোরিয়ামে ১৫ আগস্ট নিহতের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করেন।
একইভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকাল থেকে চলবে এ কর্মসূচি।
সোমবার মধ্যরাতে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন নেতাকর্মীদের নিয়ে কয়েকটি গরু ও খাসি জবাই করে খিচুড়ি রান্না কার্যক্রম তদারক করছেন।
এ সময় দেলোয়ার হোসেনের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সৈয়দ হেমায়েত, মঞ্জুর হোসেন, মিজানুর রহমান, উৎপল সাহা, তাউহিদুর হমান কাজল, মিজানুর রহমান রুবেল, মো. মহসিন, মাসুম শরীফ নিরব, শহিদউল্লাহ মাহমুদ শাহনূর, চার্লস সিমসন আতিকুর রহমান খান, আরেফিন সিদ্দিক সুজনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেলোয়ার হোসেন বলেন, ‘১৫ আগস্ট সকাল ১১টা থেকে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে কয়েক হাজার গরীব-দুঃস্থকে খাওয়ানো হবে। গরু ও খাসি জবাই করা হয়েছে। আশা করছি, কয়েক হাজার গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করতে পারব।’