নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ গতকাল শনিবার (৬ নভেম্বর’) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান।
এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এফসিএ, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ রমজান বাহার, আইসিটি জিএম মোঃ নূরুল ইসলাম মজুমদার, ফরেন ট্রেড ডিভিশনের জিএম আবুল বাসার মোঃ আবদুল হান্নান, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন এবং ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।