গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব মুজিবর রহমান।
শনিবার (২১ মে) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি সানোয়ারা গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা- কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মাহমুদুর রহমান খান, শেখ ফজলুল হক, এস এম এন হাসান ফারুক, জিয়াউর রহমান, পাটোয়ারী মাহমুদ, শহিদুল ইসলাম চৌধুরী সহ সানোয়ারা গ্রুপের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সানোয়ারা গ্রুপ অব কোম্পানীজ-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুজিবর রহমান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।