গাজীপুর প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, এরশাদ নগর এলাকাটি এমন একটি জায়গা, এই জায়গার সাথে বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত আছে।এই এলাকার মানুষের সাথে একটি আত্মার সম্পর্ক রয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু দেশের বিভিন্ন স্থানের অসহায় হতদরিদ্র বাস্তুহীন মানুষদের এই এলাকায় এনে পুনর্বাসন করেছিলেন ।
শনিবার বিকলে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৬ নং ব্লকের জাগরণী উচ্চ বিদ্যালের মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের উদ্যোগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এসব কথা বলেন ।
এসময় ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে ও ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ জলিল গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ভারপ্রাপ্ত মেয়র আসাদুল রহমান কিরণ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু,সাধারন সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য তাঁর জীবনের অর্ধেক সময় কারাভোগ করেছেন। তিনি সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। তিনি ছিলেন বাঙালি জাতি তথা বিশ্বের অবিসংবাদিত নেতা।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো.আলাউদ্দিন, সিনিঃসহ-সভাপতি ইদ্রিস গাজী, সহ সভাপতি দেলোয়ার হোসেন আকন,২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুলহাস মৃধা,৪৯ নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি জুয়েল হোসেন জয়,সাধারণ সম্পাদক রোমান দেওয়ান।