নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা আপনাকে অভিবাদন, আপনাকে স্যালুট করি, গোটা জাতি আপনাকে স্যালুট করে। আপনি বলেছেন, আমরা পারি, প্রমাণ করেছেন পদ্মা সেতু করে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর কন্যা প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি।’
আজ শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, আমরা অপমানের জবাব দিয়েছি।