প্রতিনিধি, বরিশাল: “বাংলাদেশের উন্নয়নযাত্রা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জীবনের ১৪ টা বছর কারাগারের অভ্যন্তরে ছিলেন। বঙ্গবন্ধুর ত্যাগ তিতিক্ষা’র জন্যই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটা গর্বিত দেশ। বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আজ আমরা তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি।”
আজ শনিবার (২৭ মার্চ) সকালে বরিশাল জেলা স্কুল প্রাঙ্গনে আয়োজিত “স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য (বরিশাল সদর-৫) কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশ্যে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ” আপনাদের সময় এ দেশে কি উন্নয়ন হয়েছে? কোন উন্নয়ন হয়নি। এদেশে যতো উন্নয়ন তা বিগত ১০-১২ বছরে হয়েছে। বিগত ১০ বছরের অগ্রগতি আজ বংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছে।
বরিশারের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম (বার), জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, “আমাদের গর্ব করা উচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, বঙ্গবন্ধু কন্যা সে স্বপ্ন বাস্তবায়ন করে দেখাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা ‘৪১ সালের আগেই সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে পারবো।”
আলোচনা সভার পূর্বে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ”উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহন করেন অতিথিরা। এর আগে তারা বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। আলোচনাসভা শেষে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দরা।