নিজস্ব প্রতিবেক : বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা সম্প্রতি একাডেমির ফকিরেরপুলস্থ অস্থায়ী কার্যালয়ে একাডেমির সম্মানিত সভাপতি ও সাবেক আইজিপি জনাব এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জন্মশতবর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস এবং জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, সহ সভাপতি এস এম মনিরুল ইসলাম (মনি) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আরেফিন সিদ্দিক করোনা মহামারির মধ্যেও একাডেমির কার্যক্রম পরিচালনায় সন্তোষ প্রকাশ করেন এবং জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার আহবান জানান।
জনাব শহীদুল হক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য সংগ্রামী ইতিহাস এবং স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরাতে বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এবং একাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।