নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের ফেস-বি শিক্ষার্থীদের কোর্স সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার সকালে (২৮ ডিসেম্বর)বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে বিভাগটির শ্রেণিকক্ষে এ উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আজকের অনুষ্ঠান ব্যতিক্রম ধর্মী হলেও এধরণের অনুষ্ঠান সকল বিভাগে হওয়া উচিত। এসব অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের সকলের মাঝে সম্পর্ক, সৌহাদ্রতা বৃদ্ধি পায়। পরস্পরের প্রতি সহযোগীতা হাত প্রসারিত হয়। যারা পরীক্ষা দেবে তাদের সকলের জন্য শুভ কামনা রইল। পরীক্ষার যে কদিন বাকী আছে সে কদিন যাদের পড়াশোনায় ঘাটতি আছে সে সময় তা পূরণ করবে।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি রোবটিক সার্জারি সেন্টার চালু করা হবে। এক্ষেত্রে সার্জারি বিভাগ অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপাক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল।
এসময় বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।