কলকাতা থেকে মনোয়ার ইমাম: বঙ্গোপসাগরের উপকূল দাঁড়িয়ে থাকা বাংলাদেশী জাহাজ নাকা চেকিং করল পুলিশ। বাংলাদেশ থেকে আসা একটি পন্যবাহী জাহাজ এ নাকা চেকিং করল সুন্দরবন জেলা পুলিশের কর্মকর্তারা।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে ও জল পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। আসনে পশ্চিম বাংলায় বিধান সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।তাই জলপথ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
যাতে বহিরাগত অপরাধীরা কোন গন্ডগোল পাকাতে না পারে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে অপরাধীরা। তাই নির্বাচন আগে বড়ধরনের অপরাধ না করতে পারে তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে সুন্দর বন জেলা পুলিশ সুপার।