নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমের পক্ষ থেকে বুদংপাড়া বঙ্গরবি স্পোটিং ক্লাবের খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রি উপহার হিসাবে তুলে দেওয়া দেন।
গতকাল মঙ্গলবার (১০ মে) বিকাল ৫টায় জাতীয় দৈনিক সংবাদ পত্রের প্রতিনিধি কার্যালয়ে, বুদংপাড়া বঙ্গরবি স্পোটিং ক্লাবের খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রি হিসাবে ২ জোড়া কিপার গ্লাপস্ এবং ২টি ক্রিকেট ব্যাট উপহার হিসাবে তুলে দেন গুইমারা প্রেসক্লাব সভাপতি ও প্রবীন সাংবাদিক নুরুল আলম।
এসময় বুদংপাড়া বঙ্গরবি স্পোটিং ক্লাবের খেলোয়ার দের মধ্য থেকে খেলার সামগ্রী বুঝে নেন, মো: সাইফুল ইসলাম, আব্দুল কাদের, সুইচিংনু মারমা এবং সাইফুল ইসলাম।
খেলোয়ার জানান, তাদের ক্লাবের খেলোয়ারা অনেক ভালো খেলে থাকেন কিন্তু খেলার সামগ্রির অভাবের কারণে তারা নিয়মিত খেলা সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারছিল না। তাই এসকল খেলার সামগ্রী পেয়ে তার সন্তুষ্ঠি প্রকাশ করেন। এছাড়া একটি দল সাধারণত ১১জন খেলোয়ার নিয়ে হয়ে থাকে এই ১১ জনের জন্য ১১টি জার্সি ও উপহার হিসাবে দিবেন বলে খেলোয়ারদের আশ্বাস দেন গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম।