নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আগামী নভেম্বরের পর আর কাউকে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দেয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।
এদিকে, দেশের প্রায় ৪ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইসব শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে কাজ করছে সংশ্লিষ্টরা। শিশুদের দুই ডোজ করে টিকা দেয়া হবে। এজন্য টিকার প্রয়োজন হবে ৮ কোটি ৮০ লাখ ডোজ। আগামী মাস থেকেই তাদের টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় বিশ্বব্যাপী অনেক মানুষের মৃত্যু হয়। এরপর এই ভাইরাস মোকাবিলায় আবিষ্কার হয় টিকা। টিকা আবিষ্কারের পরপরই উন্নত দেশগুলোর মতোই টিকা পেতে জোর চেষ্টা চালায় বাংলাদেশ। এরপরই ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশের মানুষকে করোনার টিকা দেয়া শুরু করে সরকার।
সরকারি ছুটির দিন ছাড়া নির্ধারিত টিকাকেন্দ্রে প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে। তারপরও ১২ বছরের বেশি বয়সী ৩৩ লাখ মানুষ এখনো প্রথম ডোজ টিকা নেননি। এ ছাড়া প্রথম ডোজ পাওয়া ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা নেননি।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে জনসংখ্যার ৭৬ শতাংশ করোনার টিকার প্রথম ডোজ এবং ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। আর ২৩ শতাংশ পেয়েছে বুস্টার ডোজ।