বিনোদন ডেস্কঃ হলিউডে চলছে শিল্পীদের ধর্মঘট, তারই জেরে স্থগিত হয়ে গেছে এমি অ্যাওয়ার্ডস। এবার ধর্মঘটের জেরে নেটফ্লিক্সে বন্ধ হচ্ছে একাধিক সিনেমার স্ক্রিনিং। প্রায় আশিটিরও বেশি সিনেমা আগস্টে আসতে চলেছে নেটফ্লিক্সে। তাই পুরাতন প্রায় বাইশটি সিনেমার স্ক্রিনিং বন্ধ হবে খুব তাড়াতাড়ি। যার মধ্যে রয়েছে দুটি হিট অতিপ্রাকৃত ভয়ের সিনেমা ‘দ্য রিং’ এবং ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’।
জানা গেছে, বর্তমানে ওটিটিতে বেড়েছে কাজের বাহার। কাজও হচ্ছে প্রচুর। জায়গা করে নিচ্ছে বিভিন্ন টিভি শো’গুলোও। সেই কারণেই বাদ পড়ছে পুরনো সিনেমার স্ক্রিনিং। শুধু ভয়ের সিনেমা নয়, নেটফ্লিক্স থেকে বাদ পড়বে একাডেমি অ্যাওয়ার্ড জেতা সিনেমাও। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘লেস মেজারেবলস’ ও ‘ইফ বিলে স্ট্রিট কুড টক’।
এছাড়া নব্বইয়ের দশকের ‘সিস্টার, সিস্টার’ এর সমস্ত ৬টি সিজন এবং হিস্ট্রি চ্যানেলের মধ্যযুগের নাটক ‘নাইটফল’ এর দুটি সিজনই আগামী আগস্টে নেটফ্লিক্স প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে। এই তালিকায় আরও রয়েছে ‘যবস’,‘উইংস ক্লাব’,‘এ নাইটস টেল’,‘মিন গার্লস’,‘মুভিং আর্ট’ আরও অনেক সিনেমাই।
সম্প্রতি ন্যায্য পারিশ্রমিকের পাশাপাশি সিনেমা বা ওয়েব সিরিজে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। চলছে ধর্মঘট, আর সেই ধর্মঘটে যোগ দিয়েছেন অভিনয়শিল্পীরাও। এই ধর্মঘটের কারণে বিরূপ প্রভাব পড়তে পারে একাধিক বড় বাজেটের সিনেমা ও টেলিভিশন সিরিজের ওপরে। তাতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে এই ধর্মঘটের কারণে এমি অ্যাওয়ার্ডসও স্থগিত হয়ে গেছে।