নিজস্ব প্রতিবেদক,বাঙলা প্রতিদিন: সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী টোল ফ্রি নম্বর চালু করেছে।
আজ শনিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপির।
আইএসপিআর জানায়, টোল ফ্রি নম্বরগুলো হলো- গ্রামীণফোনের ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭ ও ০১৭৬৯১৭৭২৬৮; রবির ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০ ও ০১৮৫২৮০৪৪৭৭; বাংলালিংকের ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৩৭৮১১৪৪ ও ০১৯৯৫৭৮১১৪৪ এবং টেলিটকের ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭ ও ০১৫১৩৯১৮০৯৮।