স্বাধীনতার চেতনায় চিরদিন এগিয়ে যাওয়ার অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক: ‘স্বাধীনতাই আমাদের শক্তি’ এই সেøাগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার (৩০ জানুয়ারি) অগ্রযাত্রার ১৩তম বর্ষ উদযাপন করেছে দৈনিক বাংলাদেশের আলো। স্বাধীনতার চেতনায় চিরদিন এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে রাজধানীর একটি হোটেলে কেক কেটে আনন্দঘন আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু। এসময় শুভেচ্ছা বক্তব্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনকে আনন্দময় করেছেন কাউন্সিলর, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ, দেশবরেণ্য সাংবাদিক ও বিশিষ্ট সুধীজনরা।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হায়দার, বাংলাদেশের আলো পত্রিকার নগর সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক কাঞ্চন কুমার দে, বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার ও মেধা বিকাশ কেন্দ্রের এসএম আনোয়ার হোসেন অপু।
প্রধান অতিথির বক্তৃতায় ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ^াসী। তার নেতৃত্বে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বিকশিত হচ্ছে। সংবাদিকরা ঝড়-ঝঞ্ঝা, রোদ-বৃষ্টি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। এই সংবাদের ভিত্তিতেই একটি রাষ্ট্র এগিয়ে যায়। আমার মন্ত্রণালয়ে সফলতার পিছনে সাংবাদিকদের ভূমিকা অনেক। দেশে যখন দুর্যোগ আসে আমি তাদের প্রতিদিন ডাকি। সাংবাদিকরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন, আমরা তার সমাধান করি। আমি মনে করি সাংবাদিকরা পরোক্ষভাবে জনসেবার কাজ করে থাকেন। এই জন্য তাদের আমি স্বাগত জানাই। ওনারা যদি এই কাজ না করতেন সরকারের পক্ষে তা সমাধান করা সম্ভব হতো না। তাই আমি মনে করি সংবাদ শিল্পের আরো বিকাশ হওয়া দরকার।
প্রতিমন্ত্রী বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান। মো. মফিজুর রহমান খান বাবুর সম্পাদনায় যুগের পর যুগ এই পত্রিকাটি মহান স্বাধীনতার চেতনা ধারণ করে স্বমহিমায় প্রকাশিত হোক সে কামনা করেন তিনি। তিনি বলেন, যতদূর জানি এই পত্রিকাটি জন্মলগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আমি আশা করি গণতন্ত্রের যে স্তম্ভ সংবাদ মাধ্যম তার ধারাবাহিকতায় এই পত্রিকাটি চিরদিন দেশ ও দশের স্বার্থে ভূমিকা রেখে যাবে।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দেশবরেণ্য সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ এই দুয়ের শুভক্ষণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বাংলাদেশের আলো আজ আলো ছড়াচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত বারো বছর বাংলাদেশ যে সুসময় পার করেছে, বাংলাদেশের আলোর অগ্রযাত্রায় এর অবদানও কম নয় বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, হলুদ সাংবাদিকতার মাধ্যমে যেমনি একটি সমাজ নষ্ট হয়ে যায়, তেমনি একটি ভালো সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে আলোর মুখ দেখানো সম্ভব। আমি আশা করি দৈনিক বাংলাদেশের আলো সেই ভালো সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী সাংবাদিকদের সমালোচনাকে অনেক বেশি পছন্দ করেন। স্বাধীনতার পরে যারা বলেছিল এই দেশ টিকবে না, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি দৈনিক বাংলাদেশের আলোর উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এই পত্রিকাটি যেন দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা হয় এই আশা ব্যক্ত করছি।
বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সফলভাবে বারো বছর পার করার পর আগামীতে পত্রিকাটি আরো পাঠকপ্রিয় হবে আশা করি।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, সকল বাধা-বিপত্তি পেরিয়ে পাঠকের আস্থা তৈরির মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশের আলো আরো উজ্জ্বল হয়ে ওঠবে আশা করি।
বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া বলেন, করোনা পরিস্থিতিতেও চমৎকারভাবে প্রকাশনা অব্যাহত রাখায় সম্পাদককে অভিনন্দন।
বিএফইউজের আরেক সাবেক মহাসচিব ওমর ফারুক বলেন, বাংলাদেশের আলোর প্রশংসা শুনছি সবসময়। আশা করি এ অবস্থা অব্যাহত থাকবে।
ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, বাংলাদেশের আলো পত্রিকায় কর্মরতরা সবাই ভালো আছেন জেনে খুব ভালো লাগে।
ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
ঢাকার ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশের আলো দেশের এক নম্বর পত্রিকা হবে এই আশা করি।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ড. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের আলো ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়েছে। আশা করি এটি অব্যাহত থাকবে।