300X70
বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বসুন্ধরা গ্রুপের গাইবান্ধায় এবং রংপুরে ত্রাণ বিতরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৫, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন
গাইবান্ধার সাদুল্যাপুরে গতকাল দুস্থদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা।
লাঠিতে ভর দিয়ে হাঁটেন ৯০ বছর পেরোনো দিপজান বেগম। অভাবী এই নারীর হাতে বসুন্ধরা গ্রুপের ত্রাণ পৌঁছে দিয়েছেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা। ত্রাণের বস্তা হাতে পেলেও বহনের শক্তিটুকু যেন নেই তাঁর। বাড়ি যাওয়ার রাস্তা এত খারাপ যে রিকশাও যেতে চায় না। অগত্যা শুভসংঘের পক্ষ থেকে এক কিলোমিটার দূরে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে সেই ত্রাণ।

করোনায় লেখাপড়া স্থবির হয়ে পড়েছে পঞ্চম শ্রেণিতে পড়া শিল্পী আক্তারের। বাবা আসতে না পারায় সে নিজেই চলে এসেছে বসুন্ধরা গ্রুপের উপহারসামগ্রী নিতে। তার বস্তাও ভ্যান পর্যন্ত এগিয়ে দিয়েছেন শুভসংঘের এক সদস্য। ত্রাণ সহায়তা পেয়ে ধন্যবাদ জানিয়েছে শিল্পী।

শুধু দিপজান বা শিল্পীই নয়, গতকাল বুধবার গাইবান্ধা জেলায় এক হাজার ৫০০ অসহায় ও অতিদরিদ্রের মধ্যে বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা।

গতকাল সদর উপজেলার কামারজানী বণিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০০ জনকে, সাদুল্যাপুর উপজেলার সাদুল্যাপুর কে এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০০ জনকে, সাঘাটা উপজেলার কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৩০০ জনকে এবং গোবিন্দগঞ্জ উপজেলার চাকা সংস্থা মাঠে ৩০০ জনকে ত্রাণ দেওয়া হয়।

কামারজানী বণিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির, প্রধান শিক্ষক মো. সবুজ মিয়া, কামারজানীর বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদ প্রমুখ।

এ সময় শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ প্রান্তিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে। এরই মধ্যে আমরা উত্তরবঙ্গের ছয়টি জেলায় ত্রাণ সহায়তা দিয়েছি। সামনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের শুভসংঘের স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো করছেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আমাদের সব ধরনের সহযোগিতা করছেন।’

সাদুল্যাপুর খোদেজা মেমোরিয়াল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহরিয়ার খান বিপ্লব বলেন, ‘করোনার এই সময়ে খুব সুশৃঙ্খলভাবে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের স্বেচ্ছাসেবীরা আমাদের গাইবান্ধা জেলায় ত্রাণসামগ্রী বিতরণ করছেন। আমার এই উপজেলায়ও আজ তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা সবাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করবেন।’

আপন বলতে কেউ নেই রোকেয়া বেগমের। বৃদ্ধ বয়সে নিজের কুঁড়েঘরটিই শেষ সম্বল। এক বেলা না খেয়ে থাকলেও দেখতে আসে না কেউ। ত্রাণ পেয়ে তিনি বলেন, ‘তোমরা দয়া কইরা যা দিলা তা-ই খামু বাবা। আমার আর কেউ নাই। তোমাদের জন্য হাজার হাজার দোয়া। তোমাদের ভালো হোক, বসুন্ধরার ভালো হোক।’

কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন হাছেন আলী। চলতি মৌসুমে ক্ষেতে কোনো কাজ করতে পারছেন না। তিনি বলেন, ‘আষাঢ়-শাওন মাসে কাম-কাইজ করবার পারি না। অনেক ক্ষেত খালি পড়ে থাকে। তাই কেউ কামে ডাকে না।’ তিনি বলেন, ‘এহন খুব কষ্টে আছি। কোনো সাহায্যও পাই নাই। আজকে আপনারা চাল-ডাল-আটা দিলেন। অনেক ধন্যবাদ জানাই। আল্লার কাছে হাজার শুকুর। বসুন্ধরা গ্রুপের মালিককে ভালো করুক। তারে আরো দেক। আমাদের দেওয়ার মতো আরো সামর্থ্য দেক।’

সেখানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবী নেওয়াজ শেখ, থানার ওসি মাসুদ রানা, সাদুল্যাপুর উপজেলা শুভসংঘের সভাপতি মোরসালিন রহমান মুন্না, সাধারণ সম্পাদক শ্রাবণ সাহা, রওশন আলম, জয় সরকার, সজীব সরকার, মোরশেদ আলম, বাঁধন সাহা, সাব্বির হোসেন, সিজ্জাত হাসান, শফিকুল ইসলাম, সুমন মিয়া, ওমর ফারুক, মেহেদী হাসান, এনামুল হক, আবদুর রহমান প্রমুখ।

ঘুরে ঘুরে হাঁড়ি-পাতিল বিক্রি করেন রাজু মিয়া। এতেই ঘোরে তাঁর সংসারের চাকা। পরিবারে আছেন বৃদ্ধ মা, স্ত্রী আর এক মেয়ে। করোনার টালমাটাল পরিস্থিতিতে বন্ধ রয়েছে তাঁর বিক্রি। ফলে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। রাজু বলেন, ‘দিনগুলো খুব কষ্টে যাচ্ছে। এই সময় আপনাদের সাহায্য পেয়ে খুব উপকার হইল। পরিবার নিয়ে কিছুদিন খাইতে পারব। অনেক ভালো হইল। আপনাদের জন্য দোয়া করি? সুখে থাকেন।’

সবুর মিয়া নামের এক উপকারভোগী বলেন, ‘অটো ভ্যান চালাই। লকডাউনে ভ্যান চালাইতে পারি না। টুকটাক যা চালাই, তা দিয়েই কোনো রকমে চলি। যাত্রীদের থেকে ১০-২০ টাকা বেশি চাইয়া নেই। টিভিতে দেখছি বসুন্ধরা গ্রুপ। তারা আজ খাবার দিল। তাদের জন্য দোয়া করি, তারা আরো বড় হোক।’

সাঘাটা উপজেলায় কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপকারভোগীদের উদ্দেশে সাঘাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হাসান বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা বেছে বেছে আপনারা যারা অসহায়, তাঁদের তালিকাই করেছে।

এটি আমাদের করতেও হিমশিম খেতে হয়। তাই শুভসংঘকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপকেও ধন্যবাদ জানাই প্রান্তিক হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজ যাঁরা এই খাদ্যসামগ্রী পেলেন, তাঁরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাস্ক পরে থাকবেন সব সময়।’

সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সাঘাটা থানার ওসি এনায়েত কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান, সাঘাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নওয়াব আলী প্রধান সাজু, কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদদীন মোল্লা, বোনারপাড়া সরকারি কলেজের প্রভাষক শাহ্ আলম, শুভসংঘের সাঘাটা উপজেলার সভাপতি আরফিন আলম সানি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত, মো. পারভেজ, আশিকুর জামান সোহাগ, দীপ্তি সরকার, নাজমুল মোল্লা, রাজিয়া আক্তার ইতি, মহসীন আলী, মনোয়ার হোসেন, সাইদুর রহমান, রাজিয়া আক্তার রোশনী প্রমুখ।

বিকেলে গোবিন্দগঞ্জে লোকনাথ ডেইরি ফার্ম মাঠে ত্রাণ সহায়তা পেয়ে রাবেয়া বেগম বলেন, ‘আমার দেখার মতো কেউ নাই। ১০ বছর আগে স্বামী মারা গেছে। কোনো ছেলে নাই। কেউ সাহায্য করে না। নিজেই টুকটাক কাজ করে খেয়ে বেঁচে আছি। তোমরা আমাকে আজকে খাবার দিলা। আল্লায় তোমাদের হায়াত দান করুন। তোমরা ভালো থাকো।’

আনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী অচল। জমিজমা কিছু নাই। ছেলে মাঝেমধ্যে কিছু দেয়, কিন্তু তা দিয়া সংসার চলে না। মেম্বার, চেয়ারম্যান সাহায্য করলে আমার মতো গরিবরা পায় না। আপনারা আজকে চাল-ডাল দিলেন। আল্লা আপনাদের ভালো করবে।’

সেখানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের সব জেলার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন, তাই তাঁকে ধন্যবাদ জানাই। শুভসংঘের সব সদস্যকেও ধন্যবাদ জানাই তাঁদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য। আজকে যাঁরা উপকারভোগী এসেছেন এখানে, সবাই মাস্ক পরবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সরকারি বিধি-নিষেধ মেনে চলবেন।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, শুভসংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বাবুলাল চৌধুরী, সভাপতি তাহমিদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বিপ্লব, মাহফুজুর রহমান মুন, তাহমীদুর রহমান তাহমীদ, রাশিদ তাকি রাশু, মাহফুজ রহমান মুন, নেহরিন প্রিয়তী, বাপ্পি কুমার ঘোষ, প্রাপ্তি সরকার, অয়ন সুলতান, তনু রানী রায়, মুরাদ, স্বাধীন, সিয়াম সিদ্দিক, মিলন, জুয়েল, জিহাদ, সাঈদ, মুবিন, তন্ময়, আবিদ সিয়াম, সাদিয়া, স্বর্ণা, রুদ্র, সিহাব প্রমুখ।

এদিন ত্রাণ বিতরণের সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস লতা, সামিউল ইসলাম, রওজাতুন্নাহার লাবণ্য, মিনহাজুর রহমান নয়ন, সারাফ সোহাইবা নিহা, উম্মে কুলছুম তালুকদার, দেবী সাহা, রেহানা আক্তার রিসাত, উম্মে সালমা বৃষ্টি, তানহা প্রমুখ।

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় ৩০০ অতিদরিদ্র পরিবারকে ত্রাণ দিল কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার তারাগঞ্জ ও/এ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিয়ে না করেই জীবনের ৫০ বছর অতিবাহিত করেছেন মরিয়ম বেগম। পৃথিবীতে তার এক বোন ছাড়া কেউ নেই। ভিক্ষাবৃত্তি করে নিজের ভরনপোষণ করেন তিনি। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করেন তিনি।

মরিয়ম বলেন, ‘আল্লায় যেন তার ভালো করেন। কোন অসুখ না হয়। তার রহমত করে। তার চাল-ডালে আমার ঈদ ভালোই কাটবি এবার। সুখে থাক তিনি।’

মরিয়মের মত ভিক্ষাবৃত্তি করেন জুলহাস মিয়াও। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে তিনিও খুশি। জুলহাস বলেন, ‘ভিক্ষা কইরা খাই। বাসায় কেউ নাই আমার। নিজে রানতে পারি না, হোটেলত ভাত খাই। আপনাগো ত্রাণ পাশের বাড়িত নিয়া দিমু। হেরা আমারে রাইন্দা দিব কয়দিন, আমি খামু। এই কয়দিন আমার মাইনষের কাছেত টাকা চাইতে হইব না। একলগে অনেক চাল পাইছি আইজ। আপনারা শান্তিতে থাকেন। আমাদের আরো সাহায্য দিয়েন।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ শুভসংঘ পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলার অসহায় মানুষদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছে।

করোনার ঘরবন্দী সময়ে শুভসংঘের সদস্যরা মানুষের দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছে। তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের কাছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া প্রার্থনা করছি। তারা যেন এই মহৎ কার্যক্রম অব্যাহত রাখে। সব সময় আপনাদের পাশে দাঁড়াতে পারে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরী, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, রংপুর জেলা শাখার সভাপতি ইরা হক, তারাগঞ্জ শাখার উপদেষ্টা লায়লা সরকার ও রুশুদ আল ফেরদৌস মিশু, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক অঙ্কন দত্তসহ অন্যান্যদের মধ্যে রাজা মন্ডল, রহমত মন্ডল, আবু বারেক পিয়েল, ফরহাদ হোসেন, আহসান হাবিব শিমুল, অনিক হাসান, সেহজান আহমেদ, মিলন সরকার, নাহিদুজ্জামান নাহিদ, মাহিন বাবু কাঞ্চন, হাসান বিল্লাহ, সুমন ইসলাম, সোহাগ মিয়া প্রমুখ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

দেশের মেধাবী তরুণ প্রজন্মের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত : আইসিটি প্রতিমন্ত্রী

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’

মোবাইল ব্যালেন্স থেকে পরিশোধ করা যাবে সরকারি সেবার বিল

প্রতি ১৪ জনে একজন থ্যালাসেমিয়ার বাহক

মরহুম আখতারুজ্জামান চৌধুরীর স্মরণে ইউসিবি’র দোয়া মাহফিল

দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশ ও বনমন্ত্রী

ঈদ যাত্রা নিরবিচ্ছিন্ন করতে ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

আবারও পান রফতানি করা হবে ইউরোপে : কৃষিমন্ত্রী

নিউজিল্যান্ডের চেয়েও সুন্দর দেশের স্টেডিয়াম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টানা ২য় বারের মতো পিঠা উৎসবের আয়োজন আয়োজন করলো দক্ষিণ সিটি

ব্রেকিং নিউজ :