বাঙলা প্রতিদিন ডেস্ক : সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ১/২০২৪ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গত ০২ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিওএ কার্যনির্বাহী কমিটির ০৩/২০২৩ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এছাড়াও, গত ১৯ আগস্ট ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিওএ’র সাধারণ পরিষদের সভার সিদ্ধান্তসমূহের প্রাথমিক বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপিত হয়। পাশাপাশি প্যারিস-২০২৪ অলিম্পিক গেমসে অংশগ্রহণের প্রস্তুতির বিষয়টি আলোচনা করা হয়।