নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে আজ০৫ জুন, ২০২৩ ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ্ সায়েন্সেস’ এর ‘অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ্’ ডিপার্টমেন্ট কর্তৃক মিরপুরের দারুস সালাম রোডে র্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।“প্লাস্টিক দূষণের সমাধান” এই প্রতিপাদ্য শীর্ষক র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ফরিদুল আলম।
সম্মুখ সারিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. শেখ আখতার আহমদ, পাবলিক হেলথ্ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডা. আনোয়ার হোসেন। অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ্ এর বিভাগীয় প্রধান ডা. এম এইচ ফারুকীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে র্যালি ও মানববন্ধনে অংশ নেয়।