নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে লড়াকু জয় পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। আমি আশা করি আগামী ম্যাচেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে । আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।
উল্লেখ্য, মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলংকাকে ৩৩ রানে পরাজিত করেছে।