নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলার কমিটি গঠন হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে গাজীপুর জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন সিরাজুল ইসলাম বাবু।
এছাড়া কালিয়াকৈর উপজেলার সভাপতি হয়েছেন মো. আমজাদ হোসেন আর সাধারণ সম্পাদক হয়েছেন ফজলুর রহমান।
আজ বৃহম্পতিবার সংগঠনের ত্রীবার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহানারা বেগম।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রেীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদ। সম্মেলন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা আমিরুল ইসলাম।