নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জাকের হোসেন এবং রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও রাকাব-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।