নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সকালে মতিঝিলের ডেইলি অবজারভার ভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের সংবাদপত্রের বিরাজমান সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফোরামের প্রধান উপদেষ্টা, ডেইলি অবজারভার সম্পাদক, সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার ও দৈনিক ভোরের ডাক সম্পাদক বেলায়েত হোসেন , ফোরামের আহ্বায়ক স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন , যুগ্ম-আহ্বায়ক আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদু আনোয়ার ও দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, সদস্যসচিব আজকালের খবর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ, ডেইলি ইন্ডাস্ট্রি সম্পাদক ড.এনায়েত করিম, মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরি, দৈনিক শেয়ার বিজ সম্পাদক মনিরুজ্জামান, বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশ বুলেটিন সম্পাদক আলী আশরাফ ও প্রতিদিনের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহবুবুর রহমান।