মাঠে মাঠে প্রতিবেদক: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন নিয়মিতভাবে ফেডারেশন কাপ আয়োজন করলেও এতদিন সেটা ছিল কেবল পুরুষদের নিয়ে। এই প্রথম তারা মেয়েদের ফেডারেশন কাপ আয়োজন করতে যাচ্ছে। শনিবার (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে ৮ দলের এই টুর্নামেন্ট।
প্রতিযোগিতা উপলক্ষ্যে আজ বুধবার হ্যান্ডবল স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা অংশগ্রহণ করছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ-এর নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন,পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, পরিচালনা কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবু এবং পরিচালনা কমিটির সহকারী সম্পাদক কামরুন নাহার আজাদ স্বপ্না।