300X70
শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাইউস্টে প্রথমবারের মতো অন্তঃবিভাগ ল’ অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর আইনবিভাগ কর্তৃক দিনব্যাপী অন্ত:বিভাগ ল’ অলিম্পিয়াড চ্যাম্পিয়নশিপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) উক্ত অলিম্পিয়াড ৪ টি পর্বে সাংবিধানিক আইনের ওপর আয়োজিত হয়েছে। পর্ব ৪ টি হলো প্রিলিমিনারি রাউন্ড, মৌখিক রাউন্ড, সেমি ফাইনাল রাউন্ড এবং গ্র্যান্ড ফাইনাল। চ্যাম্পিয়নশীপ পুরস্কার হিসেবে ৫ হাজার টাকার প্রাইজমানি সহ মেডাল জিতেছেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ হাসান , রানার আপ পুরস্কার হিসেবে ৩ হাজার টাকার প্রাইজমানি সহ মেডাল জিতেছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আহমেদ শাকিল, সেমি ফাইনাল থেকে বাদ পড়া আরো দু’জন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের আনিকা বিনতে ইকবাল, চতুর্থ বর্ষের শিক্ষার্থী দোলন সুলতানা প্রত্যেকে পেয়েছেন ১ হাজার টাকা করে প্রাইজমানি। তাছাড়া প্রিলিমিনারি রাউন্ডের টপ টেন শিক্ষার্থী মোঃ হাসান, মোঃ শাহরিয়ার আহমেদ শাকিল, উম্মে সুমায়া আলম সাইমা, গোলাম শারিন মিম, মোঃ আবুল হোসেন, মাসুমা জাহান, দোলন সুলতানা, ফাহমিদা ইসলাম, কামরুন্নাহার রুবি প্রত্যেকে পেয়েছেন অ্যাপ্রিসিয়েশন মেডাল। তাছাড়া ল’ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেকে পেয়েছেন অংশগ্রহণকারী সনদ।

আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, বাইউস্ট। তাছাড়া উপস্থিত ছিলেন আবু সুফিয়ান মোহাম্মদ তাজ উদ্দীন, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, বাইউস্ট ; মোসাঃ রেজওয়ানা করিম, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, বাইউস্ট ; দীপান্বিতা কুন্ডু রুমকী, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট ; শাদাব বিন আশরাফ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট ; নাদিয়া ইসলাম নদী, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট এবং মো: শামীম আহমেদ, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট।

সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার বলেন, “বাইউস্ট আইন বিভাগ প্রথমবারের মতো ল’ অলিম্পিয়াড আয়োজন করেছে। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে। ডিপার্টমেন্ট সবসময় তোমাদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আয়োজন করবে এবং তোমরা ভবিষ্যত প্রোগ্রামগুলোতেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মো: শামীম আহমেদ, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট। তাছাড়া অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেছে বাইউস্ট ল’ ক্লাব।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :