300X70
শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাউবিতে শহিদ বুদ্ধিজীবী পরিবারের ওপর গবেষণা করা হবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী পরিবারের ওপর গবেষণা করা হবে এবং শীর্শ্রই এ বিষয়ে গবেষণা আহবান করা হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের আয়োজনে এবং বাউবির সহায়তায় ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭:৩০ টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জুম ওয়েবিনার “যে শোক ও শক্তি ভুলবার নয়” ’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ কথা বলেন। উপাচার্য তার বক্তব্যর শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ এবং দেশের জন্য আত্মত্যাগকারী ও সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন । তিনি বলেন বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল ২৫ মার্চ কালরাত্রি থেকেই এবং শেষ ধাপে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা বুঝতে পেরেছিল বাঙালির বিজয় সুনিশ্চিত তখন তারা বাঙালি জাতিকে মেধা শূন্য করার জন্য পরিকল্পিত ভাবে ১৪ ই ডিসেম্বর আমাদের দেশের সূর্য সন্তানদের হত্যা করে। তিনি আরও বলেন তাঁদের এই আত্মদান তখনই স্বার্থক হবে এবং শহিদদের আত্মা তখনই শান্তি পাবে যখন আমরা এই বাংলাদেশকে পুরোপুরি ভাবে বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ এবং যে আদর্শ নিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই আদর্শ প্রতিষ্ঠা করতে পারব।

ওয়েবিনারে সংযুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী তার বাবা শিক্ষক শহিদ কামিনী রঞ্জন চক্রবর্তী ও শহিদদেরকে নিয়ে স্মৃতিচারণ করেন। তার বাবা ছিলেন একজন আদর্শ শিক্ষক, তিনি বলেন শিক্ষকরাই হলো দেশ গড়ার কারিগর। প্রতিটি শিক্ষকের উচিত নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার সুযোগ করে দেয়া এবং তাদেরকে জাতির পিতার আদর্শে অনুসারী সৈনিক করে গড়ে তোলা। শহিদ ডা: আলীম চৌধুরীর কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলোচক ডাঃ নুজহাত চৌধুরী তার আলোচনায় বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর একটি আদর্শিক জঞ্জাল শুরু হয়েছে, যা এখনও সরানো যাচ্ছেনা। তিনি সেই গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের তারিখ নির্ধারণ হওয়ার পরও ১৪ই ডিসেম্বর এদেশের সূর্য সন্তান ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে যা ছিল পরিকল্পিত। তিনি এদেশের তরুণ প্রজন্মকে বিকৃত ইতিহাস না জেনে এদেশের বিপক্ষে ঘটে যাওয়া সকল ষড়যন্ত্র ও ১৯৭৫ এ স্বাধীন দেশে কেন জাতির পিতাকে হত্যা করা হলো সেই ইতিহাস সম্পর্কে সঠিক ও সম্যক জ্ঞান রাখার জন্য বারবার অনুরোধ করেন। তিনি পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস মনস্ক এবং ইতিহাস দায়বদ্ধতার দিকে নজর দেয়ার আহবান জানান। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদুল্লাহ কায়সারের মেয়ে অভিনেত্রী, আলোচক শমী কায়সার শহিদ সূর্য সন্তানদের স্মৃতিচারণ করে বলেন, বাঙালি হিসেবে যে আত্মমর্যাদাবোধ আমরা ১৯৭৫ এর পর হারিয়ে ফেলেছিলাম জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক চেষ্টায় তা পুনরায় ফিরে পেয়েছে প্রত্যেকটি শহিদ পরিবার। তিনি বলেন শহিদ জায়াদের ঐক্যবদ্ধতা শোককে শক্তিতে পরিনত করেছিল সে শক্তিকে কাজে লাগিয়ে তাঁরা আমাদের মানুষ করেছেন। তিনি শহিদ জায়াদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং শহিদ বুদ্ধিজীবীদের তালিকা গেজেট ভূক্ত করার দাবী জানান। ওয়েবিনারে আরও বক্তব্যে রাখেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তাফা আজাদ কামাল। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে. এম. রেজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাউবির বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মোঃ শহীদুর রহমান, ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম। আলোচনা অনুষ্ঠানে বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী এবং টিউটরগন সংযুক্ত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির এসএসটির সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বিকাশের পে-রোল সল্যুশন সেবার মাধ্যমে কর্মীদের বেতন দেবে কোয়ালিটি ফিডস

হাসান শাহরিয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক।

টিম ডেভি বিবিসির নতুন মহাপরিচালক

“কপ-২৮ : স্থানীয় এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে প্রত্যাশা বিষয়ক সীডের ওয়েবিনার

জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস ভিত্তিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ

সরকারের সমালোচক দু:স্থ সাংবাদিকের জন্যও সহায়তা : তথ্যমন্ত্রী

অভিজ্ঞতা নিয়ে ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা দূর করা হবে : রেলমন্ত্রী

কুকুরের জন্য ফোন আবিষ্কার!

আইভী রহমানের মধ্যে কখনও অহম বােধ দেখিনি : ওবায়দুল কাদের

দীর্ঘসূত্রিতা অপচয় ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ব্রেকিং নিউজ :