বাঙলা প্রতিদিন নিউজ : শোকাবহ আগস্টকে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায় আগস্ট মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগস্টের প্রথম প্রহর থেকেই বাউবি ক্যাম্পাসের প্রধান ফটকে ও উপাচার্য কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে এবং আঞ্চলিক কেন্দ্রের টিভি স্ক্রিনে শোকাবহ আগস্ট এর শোক ব্যানার প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও প্রধান কার্যালয়, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে শোকাবহ আগস্টের ব্যানার টানানো হয়েছে। সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করছেন।
আগস্টের প্রথম দিন সকাল সাড়ে ৯:৩০ টায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে বাউবির “স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে” পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাসের কর্মসূচি শুরু হয়।
তথ্য ও গণসংযোগ বিভাগ, মিডিয়া এবং কম্পিউটার বিভাগের উদ্যোগে ১লা আগস্ট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বাউবির প্রধান গেটে বড় বড় এলইডি স্ক্রিন এবং ওপেন টিভি, ওয়েবটিভি, ওয়েবসাইট ও ফেইসবুকে জাতির পিতা ও শহীদদের ওপর দূর্লভ ছবি, প্রামাণ্য চিত্র, গান, কবিতাসহ তথ্য চিত্র প্রচার ও প্রদর্শন এবং অফিসের প্যাড, চিঠিপত্র সর্বত্রই আগস্টের শোক ব্যাজ ব্যবহারের করা হচ্ছে।
বাউবি শিক্ষক সমিতির উদ্যোগে ১ লা আগস্ট ‘শোকাবহ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাউবি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের উদ্যোগে ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে বাউবির মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমন, কালো পতাকা উত্তোলন, “স্বাধীনতা চিরন্তন ভাস্কর্যে” পুস্পার্ঘ্য অর্পণ, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।
দেশজুড়ে বিস্তৃত বাউবির ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্র একই কর্মসূচি পালন করবে। প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৪ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে বাউবির ক্যালেন্ডার ইভেন্ট অনুযায়ী টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।
জাতির পিতার জীবনী, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ওপর বাউবির মিডিয়া বিভাগ নির্মিত ভিডিও প্রোগ্রাম/প্রামান্য চিত্র আগস্ট মাসে সংসদ বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য টিভিতে প্রচার করা হবে।
এছাড়াও, রক্তভেজা বিভীষিকাময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বাউবি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম ২১ আগস্ট আয়োজন করবে প্রতিবাদ সভা ও মানব বন্ধনের।
বাউবির মেডিকেল শাখা, স্কুল অব সায়েন্স অব টেকনোলজি এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের উদ্যোগে আগস্ট মাসে আয়োজন করা হয়েছে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির।