বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে ১০ মে ২০২২ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর সাথে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিতে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের নানা দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বাউবি’র পাবনা, নওগাঁ নাটোর, ও চাপাই নবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণসহ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক টি.এম আহমেদ হুসেইন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম
এর আগে তিনি বগুড়া ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস ফাউণ্ডেশনের অফিস পরিদর্শন ও মতবিনিময় করেন। সে সময় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, সময়োপযোগী বিভিন্ন প্রোগামের উপর আরো বিশেষ দৃষ্টি দেয়া হবে। স্বল্প ব্যয়ে স্বনির্ভর, আধুনিক, দক্ষ, সময়োপযোগী দীক্ষা দিতে বাউবি সব সময় কাজ করে আসছে।
কারিগরি, ম্যানুফ্যাকচারিং ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে বগুড়ার সুখ্যাতি ব্রিটিশ আমল থেকেই। সবার জন্য উন্মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা দেয়াই বাউবির লক্ষ্য।
আগামীতে বাউবি এবং টিএমএসএস একসাথে আরো প্রোগাম চালু করার পরিকল্পনা করছে। যা সমাজের জন্য অবদান রাখবে। টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ভৌগোলিক অবস্থান ও সহজ যোগাযোগের কারণে বাউবি’র সাথে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের নানা প্রোগাম উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলবে। টিএমএসএস এর সাথে সে ধারা অব্যাহত থাকবে। এ সময় বাউবি ও টিএমএসএস এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।