বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রাধীন সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজ, নগরকান্দা, ফরিদপুর স্টাডি স্টেন্টারের এইচএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও বাউবি’র শিক্ষা কার্যক্রম ও নানা উন্নয়নমূখী কর্মকাণ্ড নিয়ে সমন্বয়কারী, টিউটর এবং শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান গত শুক্রবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন বাউবি’র অন-লাইন ও দূরশিক্ষা কার্যক্রম, ই-বুক, ই-লার্ণিং, বহি:বাংলাদেশ শিক্ষাকার্যক্রম, অনলাইন সার্ভিস এন্ড পেমেন্ট সিস্টেম, অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর মাঝে বাউবির শিক্ষা সেবা গণমুখীকরণ এবং বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের শিক্ষা কার্যক্রমসহ সামগ্রিক চিত্র তুলে ধরেন। এসময়ে সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজে বাউবি’র এসএসসি ও এইচএসসি শিক্ষা প্রোগ্রাম নিয়ে মতবিনিময় করা হয়। আঞ্চলিক পরিচালক বাউবির কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজ স্টাডি সেন্টারের বাউবি’র এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী অধ্যক্ষ মো: আত্তাফ হোসেন ও অন্যান্য টিউটরগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বাউবি ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব ফারুখ আহমদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই দিনে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র ও উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন এইচএসসি প্রোগ্রামের সকল স্টাডি সেন্টারেও বই বিতরণসহ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।