বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের শিক্ষা কার্যক্রম ও বাউবি’র নানা উন্নয়নমূখী কর্মকাণ্ড নিয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও সমন্বয়কারী এবং টিউটরদের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সরকারি রাজেন্দ্র কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের শিক্ষা কার্যক্রমসহ সামগ্রিক চিত্র, বাউবি’র অন-লাইন ও দূরশিক্ষা কার্যক্রম, অনলাইন সার্ভিস এন্ড পেমেন্ট সিস্টেম,ই-বুক, ই-লার্ণিং, বহি:বাংলাদেশ শিক্ষাকার্যক্রম, এবং বাউবি’র অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়। সেই সাথে রাজেন্দ্রে কলেজে বাউবির মাস্টার্স প্রোগ্রাম ও এমবিএ (বাংলা মাধ্যম) শিক্ষা প্রোগ্রাম নিয়ে মতবিনিময় করা হয়।
বাউবি’র ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন এ সব বিষয় নিয়ে বিশদ আলোকপাত করেন । তিনি সমন্বয়কারী ও টিউটরদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বাউবির কার্যক্রমে তাদের সহযোগিতা কামনা করেন।
সভায় সরকারি রাজেন্দ্র কলেজ স্টাডি সেন্টারের বাউবি’র মাস্টার্স এবং এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের কেন্দ্র সমন্বয়কারী অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, উপাধ্যক্ষ ও প্রোগ্রাম সমন্বয়কারী প্রফেসর মো: ওবায়দুর রহমান, প্রোগ্রাম সমন্বয়কারী এস এম ফারজানা ইয়াসমনি ও টিউটর মোহাম্মদ আলমগীর হোসেন, বাউবি ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো: মুহিত আল মনোয়ার, প্রশাসনিক কর্মকর্তা শাহীন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।