নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এর উদ্যোগে ”OBE (Objective based education) Based Course Outline Development” SPRINT আজ রবিবার (১৮ জুন) গাজীপুর ক্যাম্পাসের স্কুল অব বিজনেসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
বাউবি’র উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতারের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী অনুষ্ঠিত এ ১৮ জুন-এ বাউবি’র ট্রেজারার ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল সভাপতিত্ব ও তত্ত্বাবধান করেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর বিজনেস টেকনোলজি বিভাগের সহাকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
১৮ জুন-টিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন স্কুল অব বিজনেস এর অধ্যাপক কাজী মোঃ গালিব আহসান, অধ্যাপক ড. মোঃ মাইনুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, অধ্যাপক ড. শাহিন আহমেদ, সহকারী অধ্যাপক কায়েস বিন রহমান, সহকারী অধ্যাপক আসমা আক্তার শেলী, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম ও প্রভাষক সিবাত মাসুদ ।