করোনার টিকা সেই স্কুল শিক্ষক
এম এ মান্নান, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার জীবিত স্কুল শিক্ষক লক্ষ্মী কান্ত রায়ের ভোটার এনআইডিতে মৃত নাম থাকায় বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়। এনিয়ে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ”বাঙলা প্রতিদিন২৪.কম” এ গত ২ মার্চ সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। অবশেষে সেই স্কুল শিক্ষক লক্ষ্মী কান্ত রায়ের ভোটার এনআইডি কার্ড সচল হওয়ার পর আজ শনিবার (৫মার্চ) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালে করোনার টিকা নিয়েছেন। করোনার টিকা নিতে পেড়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
স্কুল শিক্ষক লক্ষ্মী কান্ত রায় জানান, গত ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে করোনার টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে গিয়ে বিপাকে পড়েন স্কুল শিক্ষক লক্ষী কান্ত রায়।
পরে তিনি লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জানতে পারেন, রহস্যজনক ভাবে ২০১৪ সালের ৩ জুন তার প্রতিবেশী জনৈক মনমোহন তাকে মৃত দেখিয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ভোটাকার তালিকা থেকে বাদ পড়েন ওই স্কুল শিক্ষক।
পরে গত ২২ ফেব্রুয়ারী স্কুল শিক্ষক লক্ষ্মী কান্ত রায় তার ভোটার আইডি কার্ড সচল করার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করলে বিভিন্ন তালবাহনায় হয়রানির শিকার হন। পরে এনিয়ে গত ২ মার্চ ”বাঙলা প্রতিদিন-২৪. কম” একটি খবর প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে।
অবশেষে গত বৃহস্পতিবার (৪মার্চ) পুনরায় সচল হয় স্কুল শিক্ষক লক্ষ্মী কান্ত রায়ের এনআইডি কার্ডটি। সংশোধিত এনআইডি কার্ডটি দিয়ে পুনরায় করোনা টিকা’র রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর আজ শনিবার করোনার টিকা গ্রহণ করেন স্কুল শিক্ষক লক্ষ্মী কান্ত রায়।
তিনি করোনা টিকা নিতে পেরে বাঙলা প্রতিদিন২৪.কম কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশা-পাশি ঘটনার সাথে জড়িতদের শাস্তিরও দাবী জানান তিনি।