সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাথরুমের জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া গুনিয়াউক গ্রামের খুরশেদ আলীর ছেলে।
হাসপাতালে গিয়ে দুলাল মিয়ার পক্ষের লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুনিয়াউক গ্রামের মো. আক্তার মিয়া ও দুলাল মিয়া দুজন চাচাতো ভাই। গত এক মাস আগে দুলাল মিয়ার দুশতক জায়গা দখল করে আক্তার মিয়া ও তার লোকজন। দুলাল বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মালেকসহ মুরব্বিদের অবগত করেন। এক সপ্তাহের মধ্যে জায়গা দখল মুক্ত করে দেওয়ার আশ্বাস দেয় ইউপি সদস্য মালেক ও স্থানীয় সালিশকারীরা। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও জায়গা দখলমুক্ত হয়নি। বরং দখল করা জায়গার ওপর দুটি বাথরুম নির্মাণ করে আক্তার মিয়া।
আরও জানা গেছে, এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে আবারও স্থানীয়রা দুপক্ষকে নিয়ে ১৯ জুলাই সকালে সালিশ করে বিষয়টি নিষ্পত্তি করার কথা বলে। কিন্তু আক্তর মিয়ার পক্ষের লোক সালিশ বসার বিষয়টি অমান্য করে দখল বজায় রাখতে দুলাল মিয়ার পক্ষের লোকদের ওপর অতর্কিত হামলা করে। পরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে নারীসহ ২০ জন আহত হন। গুরুতর আহত আক্তার মিয়া ও দুলাল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপি সদস্য মো. মালেক মিয়ার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করেও সংযোগ পাওয়া যায়নি।
অভিযুক্ত আক্তার মিয়া সংঘর্ষে আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি হওয়ায় তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।
নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, জায়গার বিরোধ নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।