শেখ সজীব হাসান,বানিয়াচং : বানিয়াচং থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ৬ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ নভেম্বর) রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নেতৃত্বে এসআই রাকিব হোসেন, এসআই শামছুল আরেফিন, এএসআই আঃ খালেক সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপির যাত্রাপাশা মোকামহাটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় যাত্রাপাশা (মোকামহাটির) মৃত ছিফত মিয়ার ছেলে মোঃ বেনু মিয়া(২৬),ফুল মিয়ার ছেলে রাহিদুল মিয়া(২২),কদ্দুছ মিয়ার ছেলে মজিবুর মিয়া (২৫),আব্দাল মিয়ার ছেলে সুহেল মিয়া(৩৪),ভুট্টু রবিদাসের ছেলে গোপাল রবিদাস(২০) ও মৃত চান মিয়ার ছেলে জিসান আহমেদ মুসন(২১)কে জুয়া খেলায় ৫ হাজার ৬৪০ টাকা ও ১ বান্ডেল জুয়া খেলার তাস(কার্ড) সহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।থানা এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।